শুরুর কথাঃ ১
“তোমাদের কাছে আমার মিনতি – তোমাদের গান যেন আমার গানের কাছাকাছি হয়, যেন শুনে আমিও আমার গান বলে চিনতে পারি।“......কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনের প্রাক্বালে ওনার নিজের মিনতি তোমাদের কাছে রেখে আমার ব্লগ শুরু করছি। গান গাওয়া, গান শেখা নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে, কিছু কিছু উত্তর দেবার চেষ্টাও করেছি, আমার কাছে যারা আসেন তাঁদের। আমার কিছু প্রিয় ছাত্র ছাত্রীর অনুরোধে আজ সবার জন্যে ব্লগ শুরু করছি। আমার ব্লগের সার্থকতা তখনই, যখন তোমাদের ভাল লাগ